জয়ের প্রত্যাশা তো নয়ই, ড্রও মনে হচ্ছিল অনেক দূরের পথ। শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শেষ মুহূর্তের গোলে আফগানিস্তানকে ঠিকই রুখে দিয়েছিল বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে ভারত–বাধা। সে বাধাও অতিক্রম করতে জেমি ডের শিষ্যরা চাইছেন রক্ষণ আরও সুদৃঢ় করতে।